রুপের মোহে বন্দি হতে চোখের বড় সাধ
আগুন ঝরা রুপে যেন ঠিকরে পড়ে চাঁদ।
নিষ্পলক চেয়ে থাকি হয়ে গুনমুগ্ধ,
সেই রুপই নিয়ম করে আমায় করে দগ্ধ!
চেনা যেন বড্ড বেশি, তবু বলতে লাগে ভয়,
ভবিতব্য হবে না তো কোন কিছু ক্ষয়!
এই ভয় সেই ভয়, ভয়েই মরি জীবনভর,
দুটো কথা বলতে গেলে কাঁপে হাঁটু থরথর।
এগোবো না মোটে ভেবে ফিরে ফিরে আসি,
শুধু কি ভাল লাগে, নাকি ভালবাসি?
ভালবাসা জানিনা, দেখে যাই হাসি,
অপলক চেয়ে শুধু আকাশ কুসুম ভাসি!
১১ নভেম্বর,২০২৩