সবুজ অরণ্য যখন নিমিষেই থমকে দাঁড়ায়,
লোকালয়ে কোলাহল একটু একটু করে স্তব্ধ হয়,
ধীর বায়ে, নদীর ঢেউ যখন নিঃশব্দে বয়ে যায়,
আকাশ জুড়ে তারাগুলো যখন আরও ঝলমলে হয়,
আঁধার সরিয়ে জোৎস্না যখন আলো বিলিয়ে দেয়,
জোনাক পোকার দল যখন রাত্রি করে আলোময়,
তোমারও কি তখন নতুন করে বাঁচতে ইচ্ছে হয়??
তুমিও কি আমার মত হয়ে ওঠো ঘোর স্বপ্নময়?
তুমিও কি ভুলে যাও ঐসব যা কিছু ভীষণ পীড়া দেয় তোমায়?
তুমিও কি কবিতা আওড়াও,গলা দাও নতুন পুরাতন সব গানে?
তুমিও কি আমার মত একলা চেয়ে থাকো ঐ আকাশ পানে?
তুমি আর আমি, চাওয়া যদি মেলে, মিলে যায় সুখ দুখ,
এসো তবে বন্ধু হই, হাতে রাখি হাত,
দুঃখ সরিয়ে দেখি দুজনে, দুজনার হাসিমুখ ৷।
২৭ জানুয়ারি,২০২২।