শারীরিক চাহিদার নাম
ভালোবাসা নয়
শারীরিক  চাহিদায় যদি ভালোবাসা থাকতো
পতিতালয় হতো ভালবাসা নীড়।

স্তন যুগলে ভালোবাসা নেই
যদি স্তন-যুগলে ভালোবাসা থাকতো
প্রতিটি বেশ্যা পেতো প্রেমিকার মর্যাদা
প্রেমিকার স্তনের স্পর্শ ভালোবাসা থাকে না।

ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে
ভালোবাসা থাকে প্রেমিকার
ছোট ছোট আবদার  
কিংবা ইচ্ছায়।

দীর্ঘ সময় ফোনে আলাপ
করার নাম ভালোবাসা নয়
প্রেমিকার মঙ্গলের চিন্তা করে
বারবার ফোন না দেওয়ার নাম ভালোবাসা।

প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম
ভালোবাসা নয়
প্রিয়জনকে সব সময়
অনুভব করার নামই ভালোবাসা।