উচিত কথা বলতে মানা
সকল লোকে কয়
উচিত কথা বললে এখন
নিজের বিপদ হয়।
উচিত কথা বলা নিষেধ
অপরাধ হয় মস্ত
উচিত কথা বলতে গেলে
সমাজে হবে অপদস্থ।
উচিত মানে সত্য কথা
বলে না কেউ আজ
উচিত কথা বললে সবার
মাথায় পরে বাজ।
উচিত কথা বলোনা ভাই
লাগে গালির মতো
ভালো কাজটি মনে হবে
খারাপ কাজের মতো।
উচিত কথা বলাটা এখন
অনেক বড় পাপ
উচিত কথার জন্যই হবে
সবার কাছে খারাপ।