হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলায়
রঘুনন্দন পাহাড়ে অবস্থিত
জীববৈচিত্র্যে ভরপুর একটি প্রাকৃতিক উদ্যান
পাহাড়ি সাতটি ছড়ার মিলনে তোমার অবস্থান
তুমি সাতছড়ি জাতীয় উদ্যান।
তোমার বুকে রয়েছে যা সব
প্রকৃতিরই দান
তুমি সাতছড়ি জাতীয় উদ্যান
তোমার বুকে রয়েছে নয়টি চা বাগান
গল্প নয় সত্যিই তুমি
প্রকৃতির এক নৈসর্গিক ভূমি।
তোমার বুকে বসবাস করছে
ত্রিপুরা আদিবাসী জনগণ
প্রকৃতিপ্রেমীদের প্রধান আকর্ষণ
ক্রান্তীয় ও মিশ্র চিরহরিৎ বন।
তোমার বুকে রয়েছে আরো
পশুপাখি, গাছপালা আর আগর বাগান
সেগুলো দেখে দর্শনার্থীদের
ভরে মন প্রাণ।
সাতছড়ি জাতীয় উদ্যান
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নৈস্বর্গিক তুমি
জীব বৈচিত্র্যের জন্য পূর্ণ আবাস তুমি।