তুমি আসবে বলে
গোলাপি রঙের শাড়ি পড়েছি
মাথার চুল গুলোকে না বেঁধে
আওলাকে কেশে খুলে রেখেছি
তাতে গুঁজে দিয়েছি একটি রক্ত জবা।
কপালে দিয়েছি গোলাপী টিপ
তোমার অপেক্ষায় প্রহর গুনছি
চোখে দিয়েছি কালো কাজল
যেন তোমার হৃদয়কে, সহজে হরণ করতে পারি।
জানালার পাশে দাঁড়িয়ে, গোলাপি ঠোঁটে মৃদু হাসছি
তোমার কথা ভেবে ভেবে
তুমি শোনো! হাতে রেশমি চুড়ি পড়েছি
যার রিনিঝিনি শব্দে, আমার মনের রাস্তা
তোমাকে চিনিয়ে দেবে।
আমি দাঁড়িয়ে থাকবো অনন্তকাল
তোমাকে দেখার অপেক্ষায়
এখন তুমি বলো, তুমি কি আসবে?
নাকি আমার এই প্রতীক্ষা ব্যর্থ হবে
চোখের কাজল গুলো মুছে যাবে
নাকি চুলেগোঁজা রক্ত জবা শুকিয়ে যাবে?
মলিন হয়ে যাবে আমার মুখের হাসি
ভেঙ্গে যাবে হাতের রেশমি চুড়ি গুলো
নাকি তোমাকে না পাওয়ার কষ্টে
আমার হৃদয় ও মন ভেঙ্গে চুরমার হবে?