হে সুদর্শনা,
তোমার কপালে টুকটুকে লাল টিপে
আমি দেখেছি, সবুজের মাঝে
লাল বৃত্তের বাংলাদেশকে
কখনো দেখেছি  রক্ত জবা কিংবা
সদ্য ফোটা কৃষ্ণচূড়ার রঙের নাচন।

তোমার হরিণী কালো দুটি চোখ আর
চক্ষুসম নাকের ভাস্কর্য
অপরূপ শোভা পেয়েছে
তোমার কপালের লাল টিপে।

হে ললনা,
আমার মনে হয় গোটা বাংলাদেশ টি
সৌন্দর্যের প্রতীক হয়ে বসে আছে
তোমার দীপ্তিময় কপালে,
ওদিকে তাকালে পৃথিবীর অন্য সব রং গুলো
কেমন যেন ধুসর মনে হয়।

হে রূপসী কন্যা,
লাল পেড়ে সাদা শাড়ি আর লাল ব্লাউজে
তোমাকে দেখাচ্ছে যেন
স্বর্গ থেকে নেমে আসা এক পরী।

হে সুনয়না,
হাতে লাল চুড়ি, কপালে লাল টুকটুকে টিপ
ঠোঁটে লাল লিপিস্টিক আর চোখে সানগ্লাস
সবকিছু মিলে, তোমাকে করে তুলেছে
আরও আকর্ষণীয়।