শিক্ষক, তুমি আশার আলো, জীবনের পথ প্রদর্শক
তোমার হাতে গড়া আমাদের স্বপ্নের সিঁড়ি
জ্ঞান দিয়ে তুমি পথ খুলে দাও,অন্ধকারে দীপ জ্বালাও
হাজারো প্রশ্নের উত্তর, তোমার কথায় শান্তি।
তুমি শুধু পাঠক নও, তুমি জীবনের শিক্ষক
তোমার মাটির টানে ছড়িয়ে দিয়েছো ভালোবাসা
সকল অভ্যাস,সকল দৃষ্টিভঙ্গি, তুমি তৈরি করেছো
শিক্ষা কেবল বইয়ের মধ্যেই নয়
মন দিয়েছো তাকে প্রতিটি খোঁজ ।
তুমি আমাদের হৃদয়ের স্বপ্নসন্ধানী
মনে এক আশার কান্নার আর শক্তির পরশ
তুমি তো প্রেরণার মুর্ত
শুধু পুথি জ্ঞান নয়, জীবনটা তুমি শিখিয়েছো
মানবতা, দয়া, সত্য সবকিছু তোমার কথাই ফুটে উঠে।
শিক্ষক, তুমি আমাদের আশার দ্যুতি
তোমার আশীর্বাদে জীবন হয়ে উঠে সঠিক পথে চলা
তুমি যে এক বাতিঘর, যে পাথেয় দিয়ে চলি
শিক্ষার আলোয় আলোকিত হয়ে
সকলে জীবনের সঠিক পথ খুঁজে পায় সকলেই।