ঈদের সকাল্, সবার মুখে হাসি
তবে আমার মধ্যে এক নিঃসঙ্গতা, এক অসহায় শ্বাস
শপিংমলে হারিয়ে গেছি আমি
টাকার কাছে বিক্রি করলাম আমার ঈদের আনন্দ।
গল্প ছিল ভালোবাসার, হাসির আর মিষ্টি
কিন্তু জীবন চলে গেছে অন্য পথে
পকেটে টাকা, তবে মন খালি
ঈদের দিনে বুকের মাঝে কষ্ট ছড়িয়ে যায়।
স্বপ্ন ছিল একসাথে বসে খাবো
সাথে থাকবে পরিবার, আর হাসিমুখের ছবি
কিন্তু কাজের, চাপ জীবনের কষ্ট
সবকিছু ছিনিয়ে নিয়ে গেলো, সবকিছু শূন্য।
এমনকি ঈদের দিনেও পেয়ে গেলাম
টাকা কামানোর দৌড়ে, হারিয়ে গেলো সময়
যখন প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার কথা ছিল
তখন টাকার জন্য মরিয়া হয়ে আমি হারিয়ে গেলাম।
তবে এই কষ্টের মাঝে, অন্তরে এক স্বীকারোক্তি
মনের শান্তি নয়, টাকার মোহে হারিয়ে যাওয়া
একদিন বুঝবো যে, ঈদ হোক
এটাতো তো শুধু একদিন, কিন্তু শান্তি চাই জীবনে।
এখন ভাবি সবটুকু ভুল
প্রকৃত সুখ তো কোন কিছুর দাম রাখে না
ঈদ আসুক বা না আসুক
আল্লাহর রহমত চাই, অন্তরে শান্তি চাই
টাকার কাছে আমার ঈদ কখনো বিক্রি হবে না।