হযরত শাহজালাল, তুমি মহান যোদ্ধা
তোমার পথে আল্লাহর রহমত,অশেষ কৃপা
তুমি ইয়েমেন থেকে এসেছো বাংলার মাটিতে
ধর্মের দিশা দেখাও, আত্না প্রভাতে।

তোমার পায়ের ধুলায়,এক জীবন মিশে
তুমি যে গিয়েছিলে, আল্লাহর রাস্তায়
প্রাণের ত্যাগ,ধৈর্যের কথা
শরীরের ভয়ে তুমি কখনো পিছপা না।

তোমার কৃতি কাহিনী সারা পৃথিবী ছড়িয়ে
ইসলামের দ্বীপ জ্বেলে,শান্তি অনুপ্রাণিত করে
নির্ভীক সাহসী, আল্লাহর প্রিয় বান্দা
শাহজালাল তুমি সত্যের মূর্ত প্রতীক,তুমি যে নেতা।

তুমি যে সাধক, দরবেশ, সর্বদা সেবা দিতে  
শিক্ষা,শান্তি, ভালোবাসা এটাই ছিল তোমার বার্তা
তোমার হাতে গড়া উজ্জ্বল আলো
আমরা অনুসরণ করি সেই পবিত্রপত্র আল্লাহর ধরনী

হযরত শাহজালাল তুমি থাকো, চিরকাল স্মরণে
আমাদের হৃদয়ে,আমাদের  দোয়ায় আল্লাহর শানে
তোমার পথ ধরেই আমরা এগিয়ে যাই
ইসলামের পথে, সুখে শান্তিতে  চলি সবাই।