প্রকৃতির নৈসর্গের এক লীলাভূমি
শিল্পীর আঁকা ছবির মত তুমি
চতুর্দিকে কাটাবন নাম স্বর্ণদ্বীপ
তোমার মায়াময় স্পর্শ
আজও ভুলতে পারিনি আমি।

রাতের স্নিগ্ধ পরিবেশ ফুটফুটে জোসনা
কি সুন্দর চাঁদনী রাত, মৃদু মধুর বাতাস
জোনাকির মিটিমিটি আলো
চারিদিকে ঝিঁঝিঁ নিস্তব্ধ নিঝুম
আজও ভুলতে পারেনি আমি।

তুমি শুধু নামেই স্বর্ণদ্বীপ নও
তোমার আকাশ বাতাস রুপ বর্ণনা করে
কোনদিন শেষ করতে পারবে না কেউ।

তোমার বুকে সারাদিন আনাগোনা
বাতানের শত শত মহিষ ও পশুপাখি
বিশাল নারিকেল বাগানের অপরূপ দৃশ্য
আজও ভুলতে পারিনি আমি।

জোসনা রাতে চাঁদের আলোয়
সাগরের কিনারায় বসে ঢেউয়ের অপরূপ শব্দ
বন্ধুদের নিয়ে বাদাম খাওয়া আর
খোশ গল্পতে মেতে ওঠা
আজও ভুলতে পারিনি আমি।

বিকেল বেলায় মনোরম পরিবেশে
ট্রাক্টরে বসে সুবিশাল মাঠ পাড়ি দেয়া
গভীর রাতে তোমার বুকে টেটা দিয়ে মাছ ধরা
আজও ভুলতে পারিনি আমি।

কোন একদিন অবাক করে
কাছাকাছি এসে দেখো
তোমার কল্পনায় প্রাণ ভরিয়ে রেখেছি।

শুধু জেনে রেখো কোন একদিন হারিয়ে গেলেও
হারিয়ে যাবে না তোমার মধুময় স্মৃতি
স্বর্ণদ্বীপ তাই আজও তোমায় ভুলতে পারিনি আমি।