সময়ের চোখে কষ্টের ছবি আঁকা
স্বপ্নের আকাশ আজ বিকৃত, ম্লান
অথচ মানুষের হাতে কি এক বিষাক্ত দান
যে হাতে তৈরি করে পৃথিবী
সে হাতে কি আজ ভ্রষ্টতা, কি অবমাননা।
যে সমাজে ন্যায়ের ছায়া নেই
যে দেশে বাঁচার অধিকার-নিঃশেষ
শুধু বঞ্চনা, কষ্ট আর যন্ত্রণা
কেন এত অন্ধকার, কেন এত দূর্বিপাক।
আসলে কি আমরা ভুলে গেছি মানুষের জন্য
যে ভেবে বসে অন্ধকারে, সে কেন আলোর কথা বলে
পশু পাখি ফুলে শাসন টা যদি ন্যায়ের থাকে
তবে মানব সমাজের কেন এত নিঃসঙ্গতা
কেন এত বিক্রান্তির পথ।
এখন আর নীরবতা মানে শান্তি নায়
এ এখন প্রতিবাদের আহ্বান
সকলের চোখে ঝলকানি
স্বপ্নে ভরা মানবতা সৃষ্টির মূল লক্ষ্য
বিকৃত বাস্তবতার বিরুদ্ধে আমাদের
চিরকালীন যুদ্ধে আওয়াজ দিন।
প্রতিবাদ করি জীবনের প্রত্যেক স্তরে
কখনো মুখে, কখনো হাতে, কখনো বা হুংকারে
আর কোন ধ্বংস যেন না হয়
অথবা সব ক্ষমতার কলঙ্ক মুছে যাক
আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি
তাহলে আমরা এক নতুন মুক্তি পাব।
এই পৃথিবী যদি বদলাতে হয়
তাহলে আমাদের প্রতিবাদ জেগে উঠুক
জীবনের প্রতিটি সুরে
বিচার, মানবাধিকার, ন্যায্যতা এগুলোই হোক
আমাদের শান্তি, একতা ও সমাজের স্মৃতিশীলতা।