ওহে শৈশব তোমায় খুঁজি বারবার
তোমায় খুঁজি নিরালায় নির্জনে বসে
তোমায় খুঁজি আমি মজার আসরে
তুমি কি আসবে না কখনো আমার দুয়ারে।

ওহে শৈশব তোমায় খুঁজি বারবার
তোমায় ঘিরে কত স্মৃতি
হাতছানি দিচ্ছে বার বার
ওহে শৈশব তুমি কি ফিরে আসবে না আরেকবার।

তোমায় নিয়ে ছিল কত হাসি কান্নার জোয়ার
গায়ের পাশে বড় পুকুরটিতে
লাফ দিয়ে সাঁতার কাটা
আজও মনে পড়ছে বারবার
ওহে শৈশব তুমি কি ফিরে আসবে না আরেকবার।

গ্রামের আঁকাবাঁকা খাল গুলোর সেচে মাছ ধরা
বন্ধুদের সাথে দল বেধে মক্তবে যাওয়া
স্কুলের ক্লাস শুরুর আগে এলোমেলো দৌড় ঝাপ
স্কুল ফাঁকি দিয়ে জাল নিয়ে মাছ ধরা
ভুলতে পারিনা সেসব।

রাখালের মধুমালা বাঁশির সুর
মাঝির দরদী কন্ঠে ভাটিয়ালি গান
আমি ভুলতে চাইলেও ভুলতে পারিনা
ওহে শৈশব তুমি কি ফিরে আসবে না আরেকবার।

নবান্নের উৎসবে রাত জেগে
কৃষকের ধান মাড়ায়ের দৃশ্য
তোমায় ঘিরে মা-বাবার সাথে কত বাহানা আবদার
অভিমান করতাম বারবার
ওহে শৈশব তুমি কি ফিরে আসবে না আরেকবার।

তোমায় নিয়ে কত স্মৃতি তা খুঁজি বহুবার
ওহে শৈশব তোমায় খুঁজি বারবার
ওহে শৈশব তোমায় পেতে চাই আরেকবার।