শবে মেরাজ, রাতে নূরে ভরা
মহামানব মোহাম্মদ(সাঃ)যাত্রা শুরু হলো সেদিনধরা
আকাশে উড়াল দিলেন আল্লাহর আদেশে
দ্বিতীয় আকাশ,তৃতীয় আকাশ, যাত্রা
অনন্ত এক নূরের মিশ্রণ।
মক্কা থেকে মদিনা,মেরাজের আলোক পথ
সালাতের রহমত আল্লাহর কাছে প্রার্থনার
যত্নময় দৃষ্টিপথ।
বেহেশত, জাহান্নাম, দেখা হলো জানালেন তিনি
তার প্রতি বিশ্বাস, আমল, গুন শান্তি আনবে
মানুষ পাবেন নেহেরুল হুদা।
শবে মেরাজ, সেই মহিমান্বিত রাত
যখন আল্লাহ নিজে প্রিয় নবীকে দেখালেন
স্বর্গের রাস্তা, সে রাতে সঙ্গী ছিল সাহারা বাতাস
তার মুখের শব্দে লেগে গেল কেয়ামত,সালাতে আদেশ
আল্লাহর কাছে সুদুর আকাশ পুরস্কৃত প্রার্থনা
এই অসীম বাণী স্পষ্ট হয়েছিল সেই মুহূর্তে।
শবে মেরাজ, রহমতের বাতাস যেন বয়ে যায়
এ রাতে দু হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি
সত্যিকারের ক্ষমা চাই
অন্তরে সঞ্চিত সব পাপ ধুয়ে যাক
আল্লাহর করুণা ছড়িয়ে পড়ুক
তার কাছ থেকে শান্তি বরকত
আর সুগম পথের আলো পেতে চাই।
শবে মেরাজ আমাদের জন্য শিক্ষা
শিখি রাসুলের আদর্শ,সালাতের গুরুত্ব
আল্লাহর প্রতি এক নিবেদিত মন
এই রাতে আমরা তাকাই, যেন ভালোবাসা
তওবা ও পরিত্রাণ
হোক সবার জীবনে দয়া, স্নেহ, ইসলামিক স্নিগ্ধতা
সকলকে আল্লাহর করনায় আঁকড়ে ধরা।