ফজরের সময় হলো ওঠরে ভাই
নামাজ পড়তে যাই
রোজ হাশরে নামাজ ছাড়া
কোন গতি নাই।

নামাজ আমাদের দূরে রাখে
খারাপ কাজ থেকে
নামাজ ছাড়া জীবনটা আমার
চলছে এঁকেবেঁকে।

নামাজ দিয়ে শুরু করো
নিত্য সকাল বেলা
ফজরের শেষে কোরআন পড়ো
করুন অবহেলা।

যোহর, আসর, মাগরিবের নামাজ
পড় সময় মত
নামাজ ছাড়া থেকো না ভাই
অন্য কাজে রত।

এশার নামাজ পড়ো তুমি
জামাতের সাথে
নফল নামাজ পড়ো তুমি
নিত্য গভীর রাতে।

নামাজ শেষে দোয়া কর
নিজের আপন মনে
আল্লাহ তুমি সুস্থ রাখো
জীবনের প্রতিটি ক্ষণে।।