আজ ২৬ শে মার্চ,  সেই দিন
যেদিন সংগ্রামের আঁচ সারা দেশে ছড়াল
গর্জে উঠেছিল একটি শহর, গাঁ ও গ্রাম
আমরা স্বাধীনতার বাণী নিয়ে হেঁটেছিলাম।

যে মাটি লাল,  যে আকাশ নীল
যে নদীতে গড়িয়ে চলে ইতিহাসের জল
আজকের দিনে আমাদের সঠিক পথ দেখাল
স্বাধীনতা,  আমাদের সংগ্রামের ফল।

বীর শহীদের রক্তে রাঙানো মাটি
তাদের ত্যাগ আমাদের শক্তি দিল
যতই বিপদ আসুক, যতই ঝড়
আমরা কখনো পিছপা হব না, এই আকাশে উড়ব।

স্বাধীনতা মানে শুধু দেশ নয়
এটা হল আমাদের মর্যাদা, আমাদের অহংকার
সবার চেয়ে বড় হলো আমাদের স্বাধীনতা
যতদিন থাকব, ততদিন উজ্জ্বল হবে পতাকা।

আজকে আমরা স্মরণ করি তাদের
যারা রক্ত দিয়ে রচনা করেছিল ইতিহাস
স্বাধীনতার এই দিনে প্রতিজ্ঞা করি  
আমরা যেন সেই বীরদের স্বপ্ন বাস্তবায়িত করি।

হে প্রিয় মাতৃভূমি, তোমার বীর সন্তানদের
অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে
আজ আমরা গর্বিত তোমার সন্তান
স্বাধীনতা তোমার অমূল্য রত্ন,  আমাদের অহংকার।

আমরা সঠিক পথে চলব
মুক্তির অঙ্গীকার রাখব
দেশের প্রতি দায়িত্ব পালন করব
যতদিন বেঁচে থাকব,  স্বাধীনতার গান গাইব।