রঙ্গের এই দুনিয়ায়
অমানুষের অভাব নাই
খারাপ মানুষের ভিড়ে আমি
সাদা মনের মানুষ হতে চাই।
মনে মনে ভাবছি আমি
চলবো ভালো পথে
সুখের আলো ছড়িয়ে দেব
সকল চেতনাতে।
ভালো কাজ করবো সদা
মানবো না কোন বাঁধ
সাদা মনের মানুষ হবো
মনে ভীষণ সাধ।
সুখে দুঃখে থাকবো আমি
অসহায়দের পাশে
ভালো কাজে অংশ নেব
আনন্দ উল্লাসে।
পথ হারাদের পথ দেখাবো
মানবো না কোন বাঁধ
সাদা মনের মানুষ হবো
মনে ভীষণ সাধ।
সমাজটাকে বদলানোর আগে
বদলাবো আমি নিজে
নিজে আগে ভালো হব
জ্ঞানের আলোয় ডিজে।
লেনদেনে আর চালচলনে
হব সহজ সরল
মেলামেশায় আর ব্যবহারে
থাকবে না তিক্ততা ও গরল।
সমাজসেবা করবো আমি
কাঁধে রেখে কাঁধ
সাদা মনের মানুষ হবো
মনের ভীষণ সাধ।