ওগো প্রাণের রাসুল
তোমায় দেখতে আমি ব্যাকুল
চাঁদের চেয়েও সুন্দর তুমি
জোছনার চেয়েও উজ্জ্বল
ফুলের মতো পবিত্র তুমি
ঝরনার চেয়ে কোমল।
ওগো প্রাণের রাসুল
তোমায় দেখতে আমি ব্যাকুল
পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ তুমি
আকাশের মত বিশাল তোমার মন
তোমায় ভেবে দিন কেটে যায়
তবুও পাইনা তোমার দর্শন।
ওগো প্রাণের রাসুল
তোমায় দেখতে আমি ব্যাকুল
ঘুমিয়েও তোমার স্বপ্নে
থাকি আমি বিভোর
তোমার উম্মত হতে পেরে
মন আনন্দে আজ ভরপুর।
ওগো প্রাণের রাসুল
তোমায় দেখতে আমি ব্যাকুল
তোমার প্রতি ভালোবাসা আমার
হবে না কখনো শেষ
আখেরাতে অপেক্ষায় থাকবো
পাই যেন তোমার সাফায়েত।
ওগো প্রানের রাসুল
তোমায় দেখতে আমি ব্যাকুল
স্বপ্নে এসে দেখা দাও আমায়
আল্লাহর কাছে প্রার্থনা করি বারংবার
কবরে যেন সাহায্য পায় তোমার।