রমজান এসেছে, তাপের মাঝে শান্তির ছায়া
সেহরি, ইফতার,নামাজে হৃদয় জুড়ে ভালোবাসা লয়া
কিন্তু এই রমজান কি শুধু আনন্দের গল্প
নাকি হৃদয়ের গভীরে জমে থাকা
বিরহ বেদনা, কিছু আক্ষেপের কষ্ট।
মুমিনরা রোজা রাখে, আশা থাকে পূর্ণতায়
তবে অনেকই পায় না সেই পূর্ণতা
একাকিত্বে চলে, অবর্ণনীয় দুঃখের রাতে
বাড়ির পাশে ছোট ছোট ছেলে মেয়েরা
মিষ্টি দোকানে, কিন্তু তাদের বাবা-মা নেই
তাদের চোখে শুধুই শূন্যতার ছায়া।
এমনই কি আমাদের রমজান,নাকি এক দীর্ঘ অপেক্ষা
পৃথিবীর কোনায় কোনায় একজন মা,বাবা,সন্তান
হতাশায়, বিষাদে,আশা ছাড়া রমজান আসে আবার।
মুসলিম জাতির জন্য রমজান আনন্দের মাস
কিন্তু অনেক সময় আমাদের মাঝে নীরবতা
আমাদের হৃদয়ে হাহাকার
একি আমরা আল্লাহর সাথে সম্পর্ক পুনঃনির্মাণে
নাকি ঘর ছেড়ে, পরিবার হারিয়ে একাকী পিপাসায়।
রমজান আসুক, না হয় বিরহের বেদনা
যেখানে একে অপরের ভালোবাসা ছাড়া বাঁচা অসম্ভব
তবে এই রমজান আমাদের নীতি,আমাদের ইবাদত
আর এই বিরহ কে দিয়ে দেখিয়ে যায় যে
আল্লাহর পথে থেকে সব কষ্টই হবে জয়।
প্রার্থনা করি রমজান যেন আমাদের
একে অপরকে কাছে টানে
মৌলিক ভালোবাসা, শান্তি সৃজনশীলতা
আমাদের মাঝে প্রবাহিত হোক
যে যেভাবে কষ্টে বা আনন্দে
একে অপরের পাশে দাঁড়িয়ে পথটি ধরে
সৎ ও প্রাচীন বিশ্বাসের পথ চলা।