পিপীলিকা, তুমি ক্ষুদ্র কিন্তু অদ্ভুত শক্তিশালী
যতটা ছোট, ততটা অমিত সাহসী
তোমার ছোট্ট শরীরে লুকিয়ে থাকে
অভিরাম পরিশ্রম, এক অদ্ভুত উদ্যম
যতবার তুমি চলো, পৃথিবী যেন থেমে থাকে।

তুমি একা নও, তোমার সাথে পুরো দল
একসাথে কাজ করো, একসাথে গড়ে তুলো  স্বপ্ন
তোমাদের ক্ষুদ্র পদচিহ্নে
পৃথিবী হয়ে ওঠে বড়, অটুট শক্তিশালী।

তুমি যখন চলো, মাটি থেকে একে একে
শস্য সংগ্রহ করো
তোমার ক্ষুদ্র শরীরে থাকে এক বিশাল পৃথিবী
যেখানে প্রতিটি কণার আছে মূল্য
প্রতিটি কাজে আছে স্থান
তুমি আমাদের শেখাও কোন কাজই ছোট নয়
কোন উদ্যোগই তুচ্ছ নয়।

তোমার দলের মধ্যে রয়েছে শৃঙ্খলা
তোমার কাজে থাকে এক অমোঘ নিয়ম
যতটা ক্ষুদ্র ততটা বৃহৎ তোমার শক্তি
পিপীলিকা, তুমি আমাদের জানিয়ে দিয়ে যাও
একসাথে চললে কিছুই অসম্ভব নয়।

তুমি চলে যাও, ফিরে আসো
অবিরাম, নিরলস, এতটুকু থামোনা
তোমার অদৃশ্য পরিশ্রম আমাদের শেখায়
সাফল্য যত ছোটই হোক না কেন
শুধু একটাই পথ, সেটি হলো
কঠোর পরিশ্রম ও একতা।