প্রিয় রজনীগন্ধা
খুব ইচ্ছে ছিল তোমায় নিয়ে
একটি কবিতা লিখবো
ভালোবাসার কবিতা।
কিন্তু শব্দগুলো তোমার মত ফুটতে চাচ্ছে না
শব্দগুলো তোমার সাথে নাকি আমার সাথে
মনে হয় অভিমান করেছে
কিছুই বুঝে উঠতে পারছি না।
আমায় ক্ষমা করে দিও রজনীগন্ধা
বিশ্বাস করো, আমি তোমার শুভাকাঙ্ক্ষী
তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ
তবুও বলছি, আমার ভালোবাসা তুমি নিও।
আর মাঝে মাঝে তোমার সৌরভ আমায় দিও
তোমার কোমর স্পর্শ আমায় দিও
শব্দগুলোকে তোমার সৌরভে মাতাল করে দিও
একদিন এই শব্দগুলো আমার মতো
তোমার প্রেমে পড়বে
তখন হয়তো সৃষ্টি হবে কোন এক অমর কবিতা।