তোমাকে ভালোবাসি, তাই তুমি পাগল ভাবো
বড় একা লাগে আমার
পারলে একবার কাছে এসো
আমি এক অদ্ভুত প্রেম পিয়াসী।
ভরেনা আমি তোমাকে যতই ভালোবাসি
তোমার উষ্ণ ঠোঁটের চুম্বন
একবার এঁকে দিও আমার ঠোঁটে
আমার এই পাগল মন, শুধু তোমার দিকে ছুটে।
তোমার দুষ্টু চোখের চাহনি
আমার হৃদয় নিয়ে খেলে ছিনিমিনি
তাই বড় পাগল আমি
গড়তে চাই নতুন প্রেমিকাহিনী।
একবার হানা দেবো তোমার মনের শহরে
কেড়েই নেবো প্রেম মনের জোরে
ভালোবাসা দেবে না তো তুমি
মনকে মানাবে কি করে।
আমিতো জানি তোমার মন
প্রতিনিয়ত বাস করে আমার মনের ঘরে
একবার ছু্ঁয়েই দেবো তোমার মন
পাগল আমার এই মন, মানে না কোন বারণ।
এসো এই বুকে, এসো তুমি
বলোনা তুমি আসবে কখন
একবার শীতের উষ্ণ চাদর হয়ে তুমি
যদি এসো আমার বুকে
সারাটি জীবন জড়িয়ে রাখবো তোমায়
থাকবো পরম সুখে।