হে আল্লাহ, তুমি সর্ব শক্তিমান
আমার ক্ষুদ্র মনকে শান্তি দাও
যতটুকু অন্ধকার, ততটুকু আলো
তুমি থাকো পাশে, তুমি থাকো সঙ্গী।
হে প্রভু দয়া করে মনের দুঃখ হরণ করো
হৃদয়ে ভরা দূশ্চিন্তা দুর করো
আমার পথের সকল বাঁধা দুর করো
শান্তির সুরে আমার জীবন গড়া হোক।
তুমি সব জানো, তুমি সব শুনো
আমার কষ্ট,আমার হাসি, সবাই তোমার কাছে
আমার জীবন চলার পথে
তুমি হও আমার পথপ্রদর্শক, আমার মিত্র।
হে মহান, তুমি দাও সাহস, তুমি দাও শক্তি
যতই জীবন কঠিন হোক, আমি যেন হারিয়ে না যাই
তুমি দাও ভালবাসা, দাও সহানুভূতি
তুমি দাও চিরন্তন শান্তি, একটি নতজানু মন।
আমার প্রার্থনা, আমার অন্তরের কথা
তুমি শোন, তুমি বুঝো, তুমি কর মঙ্গল
হে মহান তুমি দাও আমাকে করুণা
আমার জীবন হয়ে উঠুক তোমার আর্শীবাদে পূর্ণ।