পরনিন্দা, এক অশুভ বাণী
শব্দে শব্দে আঘাত, হৃদয়ে জ্বালা
যতই চুপ থাকো, ততই মুচকি হাসো
তবুও কটাকে মিশে থাকে বিষের কণা।
কথার মাঝে ছড়িয়ে পড়ে, বিষাক্ত স্পর্শ
অন্যের দুর্বলতায় হাসা, এক নিষিদ্ধ যুদ্ধ
অন্যের দোষে শান্তি খোঁজা,এটা যে ভুল
পরনিন্দায় শুধু বেড়ে উঠে ক্ষত,মনে পড়ে না ভুল।
যে অন্যকে দোষারোপ করে, সে নিজেই নিঃস্ব
নিজের ভুলে, কখনো তাকাই না সে
কথায় ক্ষতি, কাজেও ক্ষতি, অন্তরে ক্ষতির ছাপ
পরনিন্দা শুধু ধ্বংস করে ভালবাসা,হারায় কবিতায়।
শব্দে শ্রদ্ধা, হৃদয়ে সহানুভূতি
এটাই হতে পারে মানুষের আসল কর্তব্য
পরনিন্দা থেকে দূরে থাকো
হৃদয় ভালবাসার আলো জ্বালাও
তাহলে পৃথিবীটাও হবে শান্তি,তুমিও হবে প্রশান্ত।
পরনিন্দা শত্রু নয়,নিজেকে ধ্বংস করে
তবে ভালোবাসা সত্য,শান্তি, জীবনের জয়
নিজের যুদ্ধ থাক, অন্যের ভালো চাও
তাহলে পরনিন্দা ছড়িয়ে যাবে,এক অমলিন আশীর্বাদ।