পরকীয়া, তুমি আসো মধুর লাবণ্যে
তোমার বাঁধনে ভেসে যার হৃদয়, মুহূর্তের সুখে
তবে জানো, তুমি শুধু এক চিরকালীন
বেঁধে থাকা ক্ষণিক মায়া।
বিলীন হয়ে যাও, একদিন বয়ে নিয়ে যাবে দুঃখের ছায়া।
তুমি শারীরিক আনন্দের ঝলকানি,
মনের ক্ষণস্থায়ী শান্তি
কিন্তু তোমার পরিণতি, এক গভীর শূন্যতা
যা কখনো পূর্ণ হয়না
তোমার অতিরিক্ত টান, নিঃশেষ করে দেয়
অমূল্য সম্পর্কে রক্ত
অন্তর কে ক্ষত-বিক্ষত করে
ভেঙ্গে ফেলো স্বপ্নের নীল আকাশ।
তুমি যে সুখের মোহে
গোপনে বেড়াও তোরে তলে
কিন্তু কেমন করে হারিয়ে যায় বিশুদ্ধতা
প্রতিশ্রুতি আর ভালোবাসা
বিরহের রাগ, মানসিক ক্লান্তি
তোমার জালে বেঁধে রাখে
দেখতে দেখতে এক সময়
ভালোবাসার দীপ্তি নিভে যায়।
এমন এক ক্ষণিক আনন্দ
যা দীর্ঘ যন্ত্রণায় বদলে যায়
সাময়িক সুখ কেবল এক ছলনার মত
গভীর ক্ষত হয়ে যায়
পরকীয়ার তৃষ্ণা কখনো
মেটাতে পারে না হৃদয়ের শূন্যতা
এটি শুধু শরীরের ক্ষণস্থায়ী আকাঙ্ক্ষা
যা হারায় জীবনের সত্যতা।
তোমার শিকার,, এক হৃদয়হীন অন্তর
ধ্বংসের এক পথ
এ পথ দিয়ে মাখাও অন্তর
যদি চাও খুঁজে সুখের আলো
স্বর্গীয় সম্পর্ক, সততা আর ভালবাসার শক্তি
এতেই তুমি খুঁজে পাবে পূর্ণতা
পরকীয়ায় নয় নিজের সত্যতায়।