ফুল একটি পবিত্র বস্তু
ফুলকে ভালোবাসে না
এমন ব্যক্তি পাওয়া
পৃথিবীতে দুর্লভ।

ফুলের সৌন্দর্যে পুরো পৃথিবী মুগ্ধ
ফুলের সৌন্দর্য আমরা
বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন ভাবে
উপভোগ করে থাকি।

ফুলের সুঘ্রানে মনে জাগে
অজানা এক অনুভূতি
এই ফুল দিয়ে স্বীয় অতিথিকে
সম্মান ও শ্রদ্ধা জানানো হয়।

এই ফুল দিয়ে প্রিয় তার প্রিয়তমাকে
ভালোবাসার শুভেচ্ছা জানাই
এই ফুল দিয়ে নারী পুরুষের
দাম্পত্য জীবনের মিলনমালা গাঁথা হয়।

এই ফুল দিয়ে শহীদ মিনারে
শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়
তাই ফুলকে আমরা পবিত্র মনে করে
হৃদয় আঙ্গিনায় স্থান দেই।