থমকে গেছে সভ্যতা আজ
দুর্নীতিবাজদের হানায়
অসুস্থ পৃথিবী দেখতে পাচ্ছি
দাঁড়িয়ে ঘরের কোনায়।
ব্যস্ত শহর ব্যস্ত গ্রাম
ব্যস্ততার কলরব
দুশ্চিন্তার মাঝে হারিয়েছি আজ
জীবনধারণের সব।
স্বজন হারানোর আর্তনাদে
বিষিয়ে উঠেছে বায়ু
হও হুশিয়ার, সময় যে নাই
নইলে দানব, যাবে নিয়ে তোমার পরমায়ু।
নিঃসঙ্গমনে, বন্দী জীবনে
মৃত্যুর অনুভব
চিল শুকুনে ছিঁড়ে খাবে
তোমার সৎকার বিহীন শব।
সভ্যতার সূর্যে গ্রহণ লেগেছে আজ
অশুভ নিকষ কালো আমাবশ্যায়
তবু হৃদয়ে আমার বাঁচবার আশা
প্রত্যাশার গান গাই।
হৃদয়ের মাঝে আশার আলো
সযত্নে রাখি জ্বেলে
অতীতের খাতায় ঠাঁই পাবে সব
দুর্যোগের মেঘ কেটে গেলে।
অন্ধকার পেরিয়ে এই পৃথিবী
নতুন সকাল পাবে
অসুস্থতা কেটে গিয়ে পৃথিবী
একদিন সুস্থতা ফিরে পাবে।