সৃষ্টির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি
নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের আবাস তুমি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম
তোমার মনোমুগ্ধকর স্মৃতি ভুলবো না কখনো আমি।

প্রকৃতি আমায় বারবার হাতছানিতে ডাকে
আজও হারাতে ইচ্ছে হয় মাতামুহুরির বাঁকে
দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে আজ
তোমার সৌন্দর্য দেখার নেশা
উচু পাহাড় ঘেঁষে এঁকেবেঁকে পথ চলা
মাতামুহুরী নদীর শীতল পরশে
পূর্ণ হয়েছে আমার মনের সকল অপূর্ণ আশা।

তোমার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে
মারাইংতং, আলীর সুরঙ্গ আর তাংমাইন ঝর্ণা
এ সকল স্থানগুলো পর্যটকদের মনে
এনে দিয়েছে আনন্দের বন্যা।

যেদিকে তাকাই শুধু প্রকৃতির  সুবাস
ক্রিমতং পাহাড়, ডিম পাহাড়
আরো রয়েছে রূপমুহুরী আর দামতোয়া ঝর্না
এসবের স্মৃতি আমি কখনো ভুলবো না।

আঁকা বাঁকা পাহাড়ি পথ
সবুজে আচ্ছাদিত সারি সারি বৃক্ষরাজি
সারিবদ্ধ ভাবে পাহাড়িদের হেঁটে চলা
এসবের স্মৃতি গেঁথে রেখেছি আমার প্রাণে
সে স্মৃতি সারা জীবন থাকবে আমার মনে।

চারিদিকে নেমেছে সবুজে সবুজে
শান্তির শীতল ধারা
গাছে গাছে ফুটেছে ফুল
প্রকৃতি তার সুগন্ধে মাতোয়ারা।

তোমার প্রকৃতির সৌন্দর্যের ধারা
লিখেনি কোন কবি সাহিত্যিকেরা
তোমার প্রকৃতির সৌন্দর্যের ধারা
সাজিয়েছেন স্বয়ং বিধাতা।।