হে মানুষ,  আর কত ঘুমাবে তুমি
এবার ঘুম থেকে ওঠো
এত বেলা করে যে ঘুম ভাঙ্গে তোমার
তুমি তো ভোর দেখতে পাও না
পাওনা সকালের শীতল পরশ
দেখতে পাও না কুয়াশাগুলো
যখন হাওয়ায় মিলিয়ে যায়
সকালে রোদ এসে নিয়ে যাই তাদের।

হাওয়াই মিলিয়ে যাওয়া কুয়াশার মতো
আমি যদি হারিয়ে যাই দূর অজানায়
যদি রোদের মতো এসে
আমাকে নিয়ে যায় মৃত্যুর দুত
ঘুম ভাঙলে তখন তুমি কাকে দেখবে
মৃত্যুর দুত কি তোমার জন্য অপেক্ষা করবে।