অহংকার পতনের মূল, গর্বে বেড়ে উঠে স্রষ্টা
তোমার অহংকারে ভুলে যাও, জীবন সত্যের সাস্তা
তুমি যদি ভাবো তুমি অক্ষুন্ন
তবে মনে রেখো পৃথিবীটাই পরিণত হবে ক্ষুন্ন।
স্বপ্নের উচ্চতায় তুমি উড়ছো, চোখে ভরা অহংকার
তবে একদিন তোমার উড়ান থেমে যাবে
হবে নিঃস্ব অবগাহন
যতই জোড়াই করো, যতই ফালতু গৌরব সাজাও
মাটি তোমাকে শেষ পর্যন্ত মুছে ফেলবে।
যার অহংকারে পূর্ণ হৃদয়, সে ভুলে যায় সমুদ্রের গতি
তবে একদিন সেই গর্বের ঢেউ আছড়ে পড়বে
তোমার পদচিহ্ন হারাবে চিরদিন
পৃথিবী এমন সবারই একদিন পতন
তবে যে বিনয়ী সে চিরকাল থাকে স্থির
শান্তিতে রয়ে যায় আন্তদান।
অহংকারের পথে হাঁটলে, একদিন হারবে তুমি
এটা অমোঘ সত্য, জীবনের অভ্যন্তরীণ খোঁজ
তুমি যদি শিখো বিনয়ে চলতে
তাহলে পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে
থাকবে অমর প্রেম।