ওগো নূরের নবী
তুমি দেখা দাও যদি
তোমায় পেয়ে আমার
ধন্য হবে এ জীবন।
স্বপ্নে তোমায় দেখি
যতনে তোমার ছবি আঁকি
আরবের মরুভূমি
তোমার ছোঁয়াতে আজ অনেক দামি।
আরশের ছায়া তলে
মক্কার উদয়াচলে
মা আমিনার কোলেতে
তুমি এলে সৌরভ হয়ে।
তোমার পরশ পেয়ে
আলোকময় হলো এ ভুবন
ক্যাটে ঘোর অমানিশা
ফুটিলো প্রদীপ শিখা
স্বপ্ন রাঙা প্রভাতে।
জগত খুশি তোমায় পেয়ে
স্বপ্নীল হলো এই ভুবন
তোমার আগমনে
পুলকিত হলো সর্বজন।
মদিনায় খুশির জোয়ার
ছুটিল তোমার পানে
ভুলে সব ভয় দ্বিদা ও সংঘাত
সাম্যের পয়গাম নিয়ে
তুমি এলে শান্তির মেহমান হয়ে।