জ্বলছো তুমি আমাকেও জ্বালালে
তোমার প্রেমের আগুনে
ফাগুন না আসতেই তুমি
কেন চলে গেলে?

দুচোখের কামনা
বুঝেও তুমি কেন বোঝনা
প্রেমটা কি শুধু কাগজেই লিখা
নাকি মনের উন্মাদনা।

গোলাপি ওড়নার বাজে লুকিয়ে থাকা মধু
তবে কি আমার লোভ ই দেখালে শুধু
সেখানে কি ছিল না প্রেম, ছিল কোন মোহ
তবে কেন এত আহবান অহরহ।

তোমার রূপে  আমি পাগল হয়েছি
নিষিদ্ধ প্রেমের আগুনে পুড়েছি
তোমার রূপের সাগরে আমাকে
একবার সাঁতার কাটতে দাও।

এক বিন্দু ছুয়ে দাও, আমার সকল বাধা ভেঙ্গে
তোমার দু চোখে দেখেছি আকাশ ছোঁয়া ভালোবাসা
দেখেছি কমলার আগুন
দেখেছি না পাওয়ার অতৃপ্ত  বেদনা

অতঃপর তোমার হৃদয়ে
বয়ে চলা নদীর উদাত্ত আহ্বান
তুমি আমায় বলে দাও
আমি তা অগ্রাহ্য  করি কিভাবে ।

তোমার জন্য রাত জেগে প্রেমের কবিতার বদলে
লিখে যাই নষ্ট সব কথা মালা
সাজায়ে অশ্লীল  চিত্রনাট্য
জ্বলন্ত চুলায় পোড়া কয়লা আমি
বয়স বুঝিনি,  জাত বুঝিনি
শুধু দগ্ধ আগুনে  পোড়াতে চেয়েছি তোমায়
সেই আগুনে জ্বলে পুড়ে ছাই আমি নিজেই।