নিজের ভুলে নারী তুমি
হচ্ছ খেলার পুতুল
চোখের জলে বালিশ ভিজে
দিচ্ছ ভুলের মাশুল।
পুরুষ শাসিত সমাজে তুমি
পাবেনা তোমার অধিকার
না হলে সজাগ, ভেঙ্গে যাবে
সব আয়োজন বারবার।
রক্তমাংসে গড়া মানুষ তুমি
তোমারও আছে একটি সুন্দর মন
যুগ যুগ ধরে মিলেমিশে
দুজনে সাজিয়েছো এ ভুবন।
পুরুষ তোমায় ঘৃণা করে
যত ভালবাসে তারও বেশি
নারী তুমি কাঁদো আর হাসো
নির্দ্বিধায় গলায় পড়ো ফাঁসি।
তুমি নিজেই শত্রু তোমার
দুঃখ ব্যথার কারণ
শুদ্ধ করো নিজেকে আগে
করো দু'জন দু'জনকে বরণ।