রোজই চলছে যুদ্ধ মোদের
রক্ত খাওয়ার প্রতিশোধের
পিছন থেকে হুল ফুটিয়ে
খাচ্ছে রক্ত মন চুটিয়ে।
মারার আগে উড়াল দিয়ে
দ্রুত মশা যাই উড়িয়ে
তাদের ডানায় আছে যেন
অনেক শক্তি বল।
দেখতে অতি ক্ষুদ্র দেহী
কাজে অনেক রণকৌশলী
কানের কাছে গান শুনিয়ে
যাচ্ছে উরে গুনগুনিয়ে।
মশা থেকে ছড়ায় যে রোগ
ডেঙ্গু, ম্যালেরিয়া
এসব থেকে রক্ষা পেতে
সচেতন হব মোরা।
ধৈর্য অনেক ধরেছি আমি
ছিলাম অনেক চুপ
অস্ত্র ছাড়া এই যুদ্ধে হারবে তুমি
জিতবো আমি এটা জানি খুব।
এক থাপ্পরে মরবে তুমি
ভয় নাই কি তোমার মনে
তারপরও এই বিরক্তির গান
কেন শোনাও আমার কানে।
মশার এমন উৎপাত থেকে
যদি রক্ষা পেতে চায়
সবার আগে ধ্বংস করব
মশার আবাস্থল ভাই।