মনে দিয়েছো তালা, তোমাকে কি বলবো আর
বন্ধ হয়ে গেছে হৃদয়, তবু কেন এই ভালোবাসার অশ্রু বার বার
তুমি তো চলে গেছো অথচ স্মৃতি রয়ে গেছে
তারাই বন্ধ এক দরজা,আর কিভাবে খুলবো জানিনা।
তালার মধ্যে যে প্রেম ছিল, তা আজো সজীব
যেমনই দূরে যাক, তবু অনুভব করি সেই নিঃশব্দ নিবিড়
অথচ কেন? কেন তুমি চলে গেলে এত সহজে
হৃদয়ের আঙ্গিনায় তুমি, আর এখন শূন্যতা ছড়িয়ে গেছে সবার মাঝে।
তুমি ছাড়া জীবন মনে হয় অসম্পূর্ণ
তালার বন্ধ জানালা, আর কিভাবে খুলবো তুমি ছাড়া
তোমার মাঝে হারিয়ে গেছি একদিন
তুমি চলে যাওয়ার পরও যেন তোমার স্মৃতি থেকে
বাঁচতে পারিনা, আসলেই তো আমার কোন দুর্বলতা।
মনে দিয়েছো তালা, তোমাকে কি বলি এখন
তোমার দেওয়া প্রেম এখনো আমাকে ছুঁয়ে যায়
খুঁজে পাইনা নিজের দিক
তবুও একটা প্রশ্ন, কেন তুমি, মনে দিয়েছো তালা
সকল মান অভিমান ভুলে তোমার মন থেকে
সেই তালা কি খুলবে, কোনো মধুর স্পর্শে।