কল্যাণের আশায় থাকতে থাকতে
চাকুরী ছাব্বিশ শেষ
ফ্যামিলিটা গোল্লাই গেছে
সবার উপরে নাকি দেশ।
পে স্কেল পাব কবে
সেটার ঠিক নাই
কার কাছে করবো আরজ
কার কাছে যে যাই।
মহার্ঘ ভাতা দেয়ার আশ্বাসে
মুখে দিয়েছে তালা
আর কতদিন সইবো আমরা
এই বৈষম্যের জ্বালা।
চাকরি নাকি সোনার হরিণ
আমিও ভেবেছি তাই
চাকরি করতে এসে দেখি
বৈষম্যের শেষ নাই।
ত্রিশ হাজার বেতন পেয়ে
খরচ চল্লিশ হাজার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে
যায়না করা বাজার।
এত কষ্ট করি তবুও
ঘুরেনা ভাগ্যের চাকা
মাস তিনেক পর ছুটি গেলে
ছেলে-মেয়েরা ডাকে কাকা।
বুঝেও সব চুপ থাকি
বলি না কিছু ডরে
এসব কথা বলে কি লাভ
এই বৈষম্যের বাজারে।
ভাবছি বসে বলব না কিছু
দিব না কাউকে জ্বালা
তাইতো আমি এখন থেকে
মুখে দিয়েছি তালা।