নিরবে নিভৃতে বসে ভাবছি
আর অপেক্ষার প্রহর গুনছি
একদিন সুস্থ হবে এ ধরনী
আমি আবার নতুন করে
তোমার প্রেমে পড়বো।
ক্লান্ত দুপুরে বটের ছায়ায় বসে
আমরা গল্প গুজবে উঠবো
অপেক্ষা করো কদিন পরেই
শেষ বিকেলে তোমার হাতটি ধরে
হারিয়ে যাবো গ্রামের কোন এক মেঠো পথে।
দু'পাশে ফসলের মাঠ সবুজে ভরা প্রান্তরে
পাশাপাশি দুজন হাঁটবো
মনের ভিতর লুকানো সুখ দুঃখ গুলো
তোমার সাথে শেয়ার করবো।
পড়ন্ত বিকেলে তিতাস নদীর তীরে
কাশফুলের বনে হারিয়ে যাবো দুজন
সাদা সাদা ফুলে মনের সকল রং মিশিয়ে
গল্প করবো পুরনো দিনগুলো নিয়ে।
পাশে পড়ে থাকবে বাদামের খোসা
অথবা দুটি খালি চায়ের কাপ
সন্ধ্যায় নির্বাক দৃষ্টি মেলে
পাশাপাশি বসে দেখবো
পাখিদের নীড়ে ফেরার দৃশ্য।
তুমি অপেক্ষা করো কটা দিন
মহামারী শেষে সুস্থ হবে ধরণী
আমি আবার নতুন করে
তোমার প্রেমে পড়বো
ধরনী সুস্থ হলে।