সবকিছু মানিয়ে না নিয়ে
নিজেকে কষ্ট না দিয়ে
সুপরিকল্পিতভাবে বক্তব্য
বলতে পারার নামই ম্যাচুরিটি।
দেহের বয়স বাড়ে প্রাকৃতিক নিয়মে
মনের বয়স বাড়ে অভিজ্ঞতায়
নিজের অভিজ্ঞতা থেকে
বিচার করার নামই ম্যাচুরিটি।
দায়িত্ব বেড়েছে বয়সের সাথে
পালন করাটাই রীতি
কান্না কে লুকিয়ে রেখে
হাসতে পারার নামই ম্যাচুরিটি।।