মাগো তুমি এসেছো তাই
আলোকিত হয়েছে এ ভুবন
জন্মেছি আমি তোমার কোলে
ধন্য হয়েছে আমার এ জীবন।

শত জনমে তোমাকেই যেন
বারবার ফিরে পাই
আমি  পরকালেও মা
তোমার মধুৃমাখা পরশ চাই।


যখনই স্নেহভরা ভালবাসা
আমি খুজঁতে যাই
তোমার শাড়ির আঁচলে
খুব প্রিয় পরিচিত গন্ধ আমি পাই।

শত অপরাধের পরও
তোমার ক্ষমা সুলভ দৃদ্টি
সন্তানের প্রতি অগাদ বিশ্বাস
চোখ দেখে সব বুঝে ফেলা
আমার মনে তৈরী হয়েছে
অপূর্ব  এক অনুভূতির সৃষ্টি।

মাগো সারাদিন সব দুঃখ ভুলে
নিজের সব সুখ বিলিয়ে দিয়ে
আমার মুখে হাসি ফোটাও
সকাল থেকে রাত অবদি।

সারাদিন আমি শুধুই
একটি মুখকে খুঁজে বেড়ায়
মাগো তোমায কখনো ভুলবনা
কারন তুমি মাগো আমার জীবনের প্রেরণা।