চিঠি হচ্ছে মনের ভাব প্রকাশের
এক অন্যতম মাধ্যম
চিঠি দুটি অক্ষরের একটি সুন্দর শব্দ
চিঠি হলো এক স্বচ্ছ কাগজের বুকে
সাঁজানো কিছু প্রংক্তিমালা।
চিঠি হলো আপন মনের মাধুরী মিশিয়ে
হৃদয়ের কথা বলা
চিঠি হলো দূরত্বের ব্যবধান গুছিয়ে
হৃদয়ের সেতুবন্ধন রচনা করা।
চিঠি হলো হৃদয়ের ভাষা
সুখ্, দুঃখ, আনন্দ, বেদনার কাব্য গাঁথা
বন্ধ খামে আসা বিচিত্র কথা মালা।
এতে কখনো চোখের জলের সূচনা থাকে
থাকে অনাবিল সুখের পরশ
কিংবা বিচ্ছেদ ও বেদনা
যা কখনো হাসায় কখনও কাঁদায়
কখনো বা স্বপ্ন দেখায়।
তবু ও রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে
একটি চিঠির জন্য মানুষ কত ব্যাকুল থাকে
দু অক্ষরের একটি চিঠির কত মূল্য
প্রিয়জন ছাড়া কেউ জানে না।
তাইতো, জেমস হাওয়েল এর
কথায় সুর মিলিয়ে লিখতে হয়
প্রেম হচ্ছে বন্ধুত্বের জীবন
আর চিঠি হচ্ছে প্রেমের জীবন।