লাইলাতুল কদর, সেই রাত অশেষ পবিত্র
যার দরজা খোলা, রহমতের আলোয় ভরা
এই রাতেই মুমিনের পাপ মুছে যায়
এই রাতে মানবের ভাগ্য নির্ধারিত হয়।
মুসলিমের প্রার্থনা এই রাতে কবুল হয়
যে রাতের ফজিলত হাজার মাসের চেয়ে উত্তম
লাইলাতুল কদরের চুম্বন যেন এক অমৃতস্বরূপ
এই রাতের সওয়াব, স্নিগ্ধতা সারা জীবনে।
মনে রেখো, লাইলাতুল কদর আসে বার্ষিক
এই রাতের রহমত, কি বর্ণনা করা যায়
হাজার মাসের তুলনায় এর বরকত বেশি
যতটুকু জানি, ততটুকু ভালবাসা দিয়ে থাকি।
বিশ্ব সৃষ্টি সকল মানুষের জন্য
আল্লাহর রহমতের এক অবারিত সাগর
সারা রাতের ইবাদত, দোয়া আর রোজা
তারা পায় আল্লাহর রহমত, যা কেউ কখনো হারায় না
দ্বারে দ্বারে মিষ্টি সুরে ডাক দেয় রহমত
হে আল্লাহ আমাদের ক্ষমা করো
লাইলাতুল কদর সেই পবিত্র রাত
এই রাতে জান্নাতের পথ খোলা
হে মহান প্রভু, কবুল করো আমাদের দোয়া।