কুন ফায়াকুন, বলেছিল প্রভু
হয়ে গেল সৃষ্টি,হয়ে গেল স্বপ্ন
যে শব্দে গড়ে ওঠে আকাশ-বাতাস
যে সুরে ভরা থাকে পৃথিবীর ঘুর্নন।
এটাই তাঁর ইচ্ছা, তাঁর আদেশ
যা কিছু ছিল অজ্ঞাত, তা হয়ে গেল প্রকাশ
তুমি বলো 'হও' তা হয়ে যায়
এক চুম্বকের মতো, তা চলে যায়।
কুন ফায়াকুন, সৃষ্টির মন্ত্র
যে মন্ত্রে রয়েছে সৃষ্টি ও ধ্বংসের শক্তি
একটি শব্দ, একটি বাণী
যা দিয়ে তৈরী হয় নতুন পৃথিবী নতুন আকাশ।
এই প্রক্রিয়া, এই সৃষ্টির খেলা
এটাই সৃষ্টির সংগীত, এটাই তার সুর
'হও' বললেই হয়ে যায় সব কিছু
আস্তে আস্তে জেগে ওঠে নতুন এক পৃথিবী।
কুন ফায়াকুন, সেই আদেশে
সব কিছুই স্থিত হয়, সব কিছু সুন্দর হয়
আল্লাহ হাতেই, সব কিছুই মাপা
যখানে 'হও' মানে- সব কিছু হয়ে ওঠে।