কবি,  তুমি তো কবিতা লিখ
সময়ে অসময়ে
সকাল, দুপুর,  রাতে
অবসরে কিংবা ব্যস্ততায়।

কবি, আবার একখান কবিতা লিখলে
আমাকে জানিও  
সাগরকে উত্তাল করার কবিতা
নয়তো হাওয়ায় মাতাল করা কবিতা।

কবি, আমি শুনেছি তুমি বলতে পারো না
কিন্তু লিখে যাচ্ছো নিরন্তর
আমি ও গুলোতে  কন্ঠ দেব
আমি যে তোমার কবিতার পাঠক।

কবি,  আবার একখান কবিতা লিখলে
আমাকে জানিও
বিদ্রোহী কবিতা
যার প্রতিটি চরণে থাকবে
স্বাধীনতা ও মুক্তির স্বাদ।

কবি,  আবার একখান কবিতা লিখলে
আমাকে জানিও
প্রেম রসে ভরা কবিতা
যার প্রতিটি অক্ষরে থাকবে
ভালোবাসার ছোঁয়া।

আমি তাতেও কন্ঠ দেবো
আমার মনের মাধুরী মাখানো কন্ঠে
জাগিয়ে তুলবো
তোমার মনের ভেতর লুকানো
সুপ্ত ভালবাসাকো।