কৃষ্ণবর্ণ রং তোমার
কর্কশ তোমার ডাক
সূর্য ওঠার আগে জেগে উঠে কা কা করো
নামটি তোমার কাক।

দুষ্টুমিতে সেরা তুমি
পেটুকের শিরোমণি
উঁকি মারো ঘরে ঘরে
শুধু করো দুষ্টুমি।

খাবার দেখলে তুমি
এদিক ওদিক তাকাও
একটু সুযোগ পেলে
ঠোঁটে খাবার নিয়ে পালাও।

কৃষ্ণবর্ণ রং তোমার
সুন্দর দেহের গঠন
বন্ধুর উপকারে জীবন দেয়ার মত
রয়েছে অমলিন নিখাদ একটি মন।

তোমার বাইরের রং কালো হলেও
পারোনি ভিতরে রং কে মুছে ফেলতে
তাইতো তুমি প্রেমে পড়ে এগিয়ে যাও
আপন সঙ্গীর সাথে জোঁড়া বাধতে।

তুমি একমাত্র পাখি যে
কখনো দ্বিতীয়বার জোঁড়া বাধনা
আপন সঙ্গী হারানোর শোক
কাটিয়ে উঠতে পারো না।

তোমার বিশ্বাস দ্বিতীয়বার যে আসে
সে বিপদে পড়ে কাছে আসলেও
ভালোবেসে আসেনা
আরে এ আসার  মাঝে সবকিছু থাকলেও
ভালোবাসা থাকে না।