কি পেলাম দেশ স্বাধীন করে
নেইকো স্বাধীনতা
স্বাধীন দেশে দেখছি আজ
রাজাকারেরা বড় নেতা।
নেতারা সব লুটেপুটে
খেয়ে করছে শেষ
এভাবে কি চলতে পারে
একটি স্বাধীন দেশ।
দুর্নীতিবাজরা দুর্নীতি করে
পঙ্গু করছে দেশ
দেশের টাকা বিদেশে পাঠিয়ে
দেশটাকে করছে শেষ।
চোখ মেলে দেখছে সবাই
কেউ বলছে না কথা
রক্ত দিয়ে চেয়েছিলাম কি
এমন স্বাধীনতা।।