কোন মানুষকে ঠকিয়ে
নিজেকে এত চালাক ভেবো না
সময়ের ব্যবধানে তুমি ও কতভাবে ঠকবে
নিজেও কল্পনা করতে পারবে না।

কাউকে ঠকিয়ে তুমি
দুদিন হইতো করবে মজা
তবে তুমি মনে রেখো
ওপরওয়ালা তোমায় ঠকাবে যেদিন
সেদিন বুঝবে তুমি কতটুকু পেয়েছ সাজা।

ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো
ঠকে যাওয়া ব্যক্তি দীর্ঘশ্বাস ফেললেও
তার অভিশাপ কখনও
তোমার গায়ে লাগবে না।

কাউকে ঠকিয়ে হয়তো তুমি
ক্ষণিকের সুখ পাবে মনে
মানুষ ঠকানো খুব সহজ
ঠকানোর পরিণাম কত ভয়াবহ
তা ভেবো বসে তুমি নির্জনে।

কাউকে ঠকিয়ে যদি নিজেকে
বুদ্ধিমান ভাবো মনে
তা আসলেই বোকামি
জীবনকে পরিপূর্ণভাবে গড়তে
মাথা থেকে ঝেরে ফেলো
মনের সকল পাগলামি।।