এই পৃথিবীতে সত্যি কেউ কারো
আপন হয় না
যাদের আমরা আপন ভাবি
সময় খারাপে তারাই খোঁজ নেয় না।

এই পৃথিবীতে সত্যি কেউ কারো
আপন হয় না
অভাবে সন্তান তার নিজের মা-বাবাকে
পরিচয় দিতে চাই না।

এই পৃথিবীতে সব থেকে কেউ কারো
আপন হয় না
সময় খারাপের প্রিয় তার প্রিয়তমাকে
ভালবাসতে চায় না।

এই পৃথিবীতে সত্যি কেউ কারো
আপন হয় না
অভাবে স্ত্রী ও তার স্বামীকে
ভালোবাসার কথা কয়না।

পৃথিবীতে সত্যি কেউ কারো
আপন হয় না
সময় খারাপে সাদা কাপড়ের রং উঠে
তাছাড়া রাতের ঘুমটাকেও পর মনে হয়।