চৌধুরী সাহেবের বাড়িতে ছিল
একটি কাজের মেয়ে
অতি কষ্টে দিন কাটে তার
দুবেলা দুমোঠো খেয়ে।

সারাদিন করে সে কত  রংগের কাজ
নেই এতটুকু বিশ্রাম
বাড়ির সবাই তাকে নিয়ে খেলা করে
মানুষ  বলে নেই কোন তার দাম।

সারাদিন কাজ শেষে
তাকে দিতো নষ্ট সব খাবার
আরো দিতো বাসি পান্তা খেতে
ছেড়া কাঁথা, বালিশ দিতো
ঘুমাতো মেঝেতে।

ভোর হওয়ার আগেই  তাকে
ডেকে দিতো তুলে
ভুলত্রুটি হলেই একটু
টেনে় ধরতো চুলে।

মেয়েটির জীবনের প্রতি ছিল
সমুদ্র সম ঘৃনা
এভাবে আর কতকাল বাঁচবে সে
কারন আজ যে নিজেই স্বপ্নহীনা।