যদি আমি প্রেমের কবি হতাম
তোমায় নিয়ে লিখতাম
একটি প্রেমের কবিতা
যার প্রতিটি লাইন হতে তুমি
যার উপমা হতে তুমি
ভাষা ও ছন্দ হতে তুমি
যার প্রতিটি স্তবকও হতে তুমি
যার প্রতিটি শব্দে থাকতো
শুধু তোমাকে নিয়ে বন্দনা।

যদি আমি নাট্যকার হতাম
একটি ভালবাসার নাটক লিখতাম
শুধু তোমাকে নিয়ে
যার দৃশ্য হতে তুমি
যার সংলাপ হতে তুমি
যার চরিত্রও হতে তুমি
যার প্রতিটি পড়বে থাকতো
শুধু মিলন সুখের আলপনা।

যদি আমি গায়ক হতাম
প্রেমের গান বানাতাম তোমায় নিয়ে
যার তাল, সুর, ঝংকার হতে তুমি
যে সুরের মাঝে থাকতো
শুধু তোমারই কল্পনা।

যদি আমি উপন্যাসিক হতাম
হাজারো প্রেমের উপন্যাস
লিখতাম তোমায় নিয়ে
যার নায়িকা হতে তুমি
যার কাহিনী ও হতে তুমি
যা শুরু ও তুমি শেষ ও হতে তুমি
যার প্রতিটি পাতায় থাকতো
তোমার সুখ দুঃখের বর্ণনা।