যদি আমি কবি হতাম,  শব্দের মাঝে সুরে বাঁধতাম
হৃদয়ের কথা সবার কাছে পৌঁছে দিতাম
অন্তরের যন্ত্রণা,  হাসি আর দুঃখ
কবিতার ছন্দে সবকিছু ফুটিয়ে তুলতাম
এক স্বপ্নমালা আঁকতাম।

যদি আমি কবি হতাম, প্রতিটি দিন হয়ে উঠত স্বপ্ন
মন থেকে মনে যেত, ভালোবাসার সুরে ডুবে
দুঃখে ও সুখে,  সব কিছুই হতো শুদ্ধ
যতটুকু ভাবনা ছিল, তা আসতো এক পঙক্তির মাঝে
খাঁটি, নিখুঁত।

যদি আমি কবি হতাম, সৃষ্টির সঙ্খধ্বনি উঠত
তবুও মাঝে মাঝে নীরবতার ভাষার চেয়েও বড়  
চিরকালীন মন্ত্রে বসত
প্রকৃতির মাঝে এক নিঃশব্দ গান
তাকে ধরে এক আলোকিত কবিতার সাথে
চিরকাল বেঁধে দিতাম।

যদি আমি কবি হতাম,  প্রেমের কথা বলতাম
দুঃখের ভার,  ভুলে সবাইকে একটু হাসাতে পারতাম
শব্দের মধ্যে কখনো মাধুরী, কখনো বেদনা
তবে শেষ পর্যন্ত ভালোবাসার জয় হতো
এক চিরন্তন শান্তির বাণী।

যদি আমি কবি হতাম,  যন্ত্রণার মাঝেও ভালোবাসা দিতাম
কবি হয়ে পৃথিবীটা আরো সুন্দর করতাম
ঠিক যতটুকু মানুষ এখনো দেখতে চাই
আলোকিত, নির্মল, জীবনের সন্ধানে
যদি আমি কবি হতাম,
সবার মনে বাজতো এক আনন্দময় কবিতা